By Samrat (Ayan Dasgupta)

শক্তি শরূপা তুমি,

শান্তি রূপিণী তুমি –

ভুবন – মোহিনী তুমি,

আমাদের হৃদয়ের আকর্ষণ তুমি ll

 

বর্তমান এই যুগে, একজন নারী,

প্রকৃত অর্থে সুজলা –

ঘরে – বাইরে, আকাশে, জলে –

সে সমান পারদর্শীনী এক সবলা ll

            

বছরের একটা দিন আর তার জন্য রাখা নেই,

গোটা বছর এখন তার –

কাজ, সাজ, রাজ সবই এখন তার হাতে,

নিজের কাঁধে তুলে নিয়েছে গোটা সংসার ll

 

গৃহ কর্মে নিপূনা, সেলাই জানে,

ভাঙা সংশার জোড়া দিতে জানে-

রাস্তায় একটু আধটু কিল – ঘুষি ও বসিয়ে দেয়,

বেকারত্ব ছেড়ে রোজগেরে এখন নারীর মানে ll

 

এই বছর, আগামী প্রত্যেক বছর,

নারী আর বোঝা নয়, নারী সোজা ll

আমাদের সমাজ দেরি করেছে বীরের খেতাব তুলে দিতে,

সে আর অপেক্ষা করেনি, নিজেই নিজের দাম বুঝিয়ে দিয়েছে ll

© 2023 Bengali in Bangalore

Follow us: