By Samrat (Ayan Dasgupta)

 গানের সুরে তোমার মুক্তি,

ভাসছে এই আকাশে বাতাসে ll

বিদ্যা, বুদ্ধির শক্তি উদ্বীপ্ত হোক –

আমাদের এই গোটা বিশ্বে ll

 

বসন্ত কে সঙ্গে নিয়ে আসলে,

তুমি আবার এক বছর পর ll

পলাশ, ঝরে যাওয়া গাছের পাতা,

সোনালী রোদ যেন বুনছে ভালোবাসা ll

 

বীনাপানি মা, তুমি বিদ্যা-

তোমার স্নেহে আমরা শিক্ষা অর্জন করি,

জীবনের সব থেকে দামি এই সম্পদ,

আমরা যেন এর সঠিক ব্যাবহার করি ll

 

হে মা ভারতী, তুমি আদ্যা –

তোমার কৃপায় আমাদের ভাষা ও সুর,

প্রকাশ করুক সুন্দর, ও সুস্থ মন-

যা প্রকৃত অর্থে হবে আমাদের উত্তরণ ll

 

আজ হলুদ রঙে রেঙ্গে আছে মন,

আল্পনা এঁকে, খইয়ের মালা গেঁথে,

ফুল, দিয়ে সাজিয়ে বরণ করি তোমায় –

হে মা সারদা, তোমায় কোটি কোটি প্রণাম জানাই ll

© 2023 Bengali in Bangalore

Follow us: