পূজো শেষ, আর সাথে সাথেই মাইক্রোস্কোপ নিয়ে বসে পরলাম ব্যাঙ্গালোরে বাঙালিদের over hyped একটা দলের পূজো আয়োজনের কাটা ছেঁড়া করতে….
আসলে হাজার হোক বাঙ্গালী তো, ভালো কাজে খুঁত ধরতে না পারলে আবার মনটা ভীষণ খুঁতখুঁত করে যে….
ঠিক ধরেছেন…আপনি যেই page এ দেখছেন সেই page র কথাই বলছি Bengali in Bangalore(BinB)
তবে পূজো কেমন সেটা জানার আগে পূজো যারা করছে তাদের ব্যাপার শ্যাপার গুলো আগে বোঝা যাক…
প্রত্যেক পূজো তে যেমন এক দুজন মহিলা থাকেন, যারা কিনা পুরো Backbone হয়ে পুজোটা ধরে রাখেন, সারাদিন না খেয়ে ও দিনের শেষে নিজের পাত থেকে এক গরস করে একে তাকে খাওয়ান, যাদের কে দেখলেই মা শব্দটা আসলে কি বোঝা যায়, সেরকম একটা মানুষ হলো আমাদের Sudipta দি ♥️, (অষ্টমীতে নিজে না খেয়ে আমাকে ডেকে কি না লুচি খাওয়ালে হাতে করে, পারো ও বটে)
পূজো তে একচুল ও যাতে কমতি না থাকে তার জন্য পরিবারের বাবা জ্যাঠারা ঠান্ডা মাথায় পুরো জিনিস টাকে যেভাবে অবিরাম পরিচালনা করে ঠিক সেরকম কতগুলো লোক Ananyabrata দা, Atanu দা (সবদিকে চোখ আছে ব্যাটাদের,যতবার দেখেছে bike niye বেরোচ্ছি ততবার একটা already আশ্বস্ত থাকা voice এ হালকা চিন্তা মিশিয়ে প্রশ্ন কতক্ষন এ ঢুকবি??)
লোকে বলে “মেয়ে মানুষ তো, নরম দুর্বল প্রকৃতির”….
Piyali দি, Albha দি, Shromona দি, Malobika দি Olympics এ গিয়ে ও তো এই marathon দৌড় টা দেখাতে পারতে, সকালে সারাদিন উপোষ করে রাতে নাকি নাচের গানের program করা, মানেটা কি?? কি করে পারো তোমরা এতোটা উজাড় করে দিতে ?? 🙏🏼🙏🏼
Soumyadeep দা যে হারে ভাবো BinB কে নিয়ে, বিশ্বাস করো same amount র dedication যদি start-up খুলে দেখাতে তাহলে আজকে 🦈 ট্যাঙ্ক তিমি ট্যাঙ্ক র মত show এ তোমাকে দেখতাম…. Hats off to you….
Poulomi দি দেখতেও মা লক্ষী আর হাতে ও তাই, এরপর Abroad থেকে Sponsorship নিয়ে আসলে ও অবাক হবো না…. ♥️❤️
Raj দা হাসি মুখে মারো বাজি, তুসসি Super সে ভি উপর হো paaji!
নামে Sankar কাজে আরো ভয়ঙ্কর; মানে যে কোনো কাজেই আছেন Total Allrounder মাল ইনি, যে কোনো ভূমিকায় সমানে লড়ে যায়, আপনি যা চান ইনি ঠিক তাই
বিয়ে বাড়িতে যেমন লোকজন একটা জুটি কে দেখে হিংসে করে না “ইসস যদি আমরাও বর বৌ এরকমটাই হতাম” সেই জুটি টা হলো MRinMOy দা IPsita দি ♥️❤️🔥
Gaurab দা যে emotion টা নবমীর রাতে(almost দশমীর সকালে) পূজোর জন্য তোমার বেরিয়েছিল সেটা purest, আমি ও ওই দলেই পরি দাদা আমি ও ওই দলেই পরি।। Tiyashaদি ভাগ্যিস তুমি আছো as দাদার backbone, সারাদিন পুঁচকে টা কে নিয়ে বসে থাকো তাই দাদা কে পাই আমরা….. সত্যিই তোমরাই আসল দশভূজা (এই compliment টা দিলাম without taking in account that you’re a terrific dancer)
Uttam দা Gopa Thanks বলবো না, শুধু এটুকু জানি এই পুজোর পর থেকে আমার আরেকটা address হলো তোমাদের বাড়ি, থাকতে দিলে নিজেদের বাড়ি তে আর ঢুকে গেলে আমার মনের ভেতরে… কি অদ্ভুত…
Abbas দা, Shoumen , Arup ,Rahul, Raju ভাই টানা ৪দিন নিজেরা খেলি কিনা দেখলি না continuously খেটে গেলি…. Kudos guys… You have earned “the special ones” tags in this group.
Payel দি, Nabanita দি লোকে কি বললো তাতে কিছু যায় আসে না but আমার কাছে তোমরাই তিলোত্তমা !
Koustav দা & Amit দা এবারে কিন্তু সত্যিকারের Bangalore r DSP চাপ খাবে, যে হারে তোমরা খেটেছো Rules Regulations ঠিক রাখতে.
Sailee দি আর যারা যারা আছো cultural Team এ, তোমরাই পারো নিজেদের আর বাকি সবার বাচ্চাদের সামলে then perform করে award জিততে. আসলে আমরা ভুলে যাই আমরা তো দশভূজা র পূজো করছি!
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।
আরেকজনের কথা না বললেই নয়
Sandeep দা (please Malobika দি Sandeep দা কে message টা দিও)
তো এই দাদা হলো আমাদের যাকে বলে “হরি দা”
কথায় আছে রাখে হরি, মারে কে?
যেভাবে তুমি শেষে এসে হুহু করে পূজো টা কে ভালোবাসার বন্যা তে ভরিয়ে দিলে…. You’re all Heart 💓 দাদা
Srirupa আমি জানতাম ই না তুই makeup এ এত্ত ভালো, last 5-6 দিনে মাত্র 3-4 ঘণ্টা করে ঘুমিয়েও কি দারুন, মিষ্টি লাগছিলো পূজোর 5টা দিন ❤️, একটু ও dark circles ছিলো না 😉
তো এই হলো আমাদের Bengali in Bangalore (BinB) র একটা ছোট্ট part
এর মধ্যে চাইলে আরো ২০টা নাম আরামসে ঢুকে যেতো.
মোদ্দা কথা হলো আমাদের পূজোতে আভিজাত্য নেই, আন্তরিকতা আছে!
আর হ্যাঁ অন্যান্য জায়গার মত নিন্দে মন্দ করার লোকজন ছিলো আছে থাকবে, কিন্তু এই পূজো টা চলছে আর চলবে.
ও হ্যাঁ আর আমার পরিচয় টা?? আমি একটা ফকির মানুষ, যেখানে আনন্দ ভালোবাসা পাই সেখানেই উজাড় করে ভাগ বসাই, এখানে এই BinB তে পেয়েছি পুরো চেটে পুটে সাফ করে দিয়েছি 🙂