By Pritam Ghosh

আজকের দিনের জন্য খুব প্রাসঙ্গিক এটা!

এই যে গত কালের খেলা টা দেখে সবাই K.L. Rahul এর Run Out করা টাকে নিয়ে ধন্য ধন্য করছে কিংবা Arshadeep এর Death Over Bowling, এটা কিন্তু একদিনে হয় না।

মানে stage এ এসে perform করা না। রীতিমতো practice লাগে, সাধনা লাগে। Net এ দিনের পর দিন খাটলে তবেই স্নায়ুর চাপ ধরে রেখে ওরকম magical কিছু moments create করা যায়। তাই কোনো একটা ছোট ভুলে আমরা সবাই যেমন এসব player দের তুলোধোনা করে দি, ঠিক সেরকমই স্নায়ুর চাপ ধরে রেখে কঠিন match বার করলে ওদেরকে পরিবারের সদস্যদের মতোই নাম ধরে ডেকে ভালোবাসায় প্রশংসায় ভরিয়ে দি।

 

আর এই লোকের গালাগাল খেয়েও বারেবারে perform করার challenge, এই নেশা, এই পাগলামো টাকেই বলে passion towards the game…

 

সেরকমই নীচে যে কটা মানুষের ছবি দেখছেন, তারা প্রত্যেকে নিজের নিজের জীবিকা তে উচ্চ পদস্থ, প্রচুর কাজের চাপ, সংসারের আর পাঁচটা মানুষের মতোই দিনের শেষে অফিস ফেরত থুড়ি wfh র যুগে অন্য ঘর ফেরত নিজেদের family কে নিয়ে একটু নিভৃতে সময় কাটাতে চায়…

 

ওরা জানে যে একটা এতবড় পূজো করে হাজার হাজার প্রবাসী বাঙ্গালী তথা সমস্ত Bangalore বাসী দের আমন্ত্রণ করে এনে তাদের সবাইকে সন্তুষ্ট করা এক কথায় impossible…

 

কিন্তু ঐ যে বললাম sometimes you have to be some kind of mad to follow your passion, আর এই লোকগুলো পুরো পাগল।

 

নাহলে অফিস সংসার ছেড়ে শুধুমাত্র নিজেদের মধ্যেকার ভালোবাসা, বিশ্বাস, ভরসা এগুলো কে পাথেয় করে যেচে পরে লোকদের criticism নিয়ে ও বছরের পর বছর পাগলামো টা চালিয়ে যাচ্ছে….

 

তাই শুধু এই ছবি দেখে ভুলবেন না, ঐ যে বললাম স্নায়ুর চাপ…. ধরুন আপনার বাড়ির অনুষ্ঠানে হটাৎ শুনলেন electricity নেই backup generator ও fail করেছে, চিন্তা করুন কতটা সমস্যায় পড়তে হয়, আর সেরকমই যদি কিছু একটা হয় ওতবড়ো পূজোর মধ্যে 😳😳😳

 

একদিকে কোলকাতার নামকরা শিল্পীর অনুষ্ঠান একদিকে মায়ের পূজো তো অন্যদিকে sponsor দের stall আর বাইরে খাবারের stall মালিকদের করা uninterrupted electricity র commitment… এতো কিছুর মধ্যেও একটা দৃঢ় আত্মপ্রত্যয় অথচ বিনয়ী, যেখানে অহংকার নেই কিন্তু আত্মবিশ্বাস আছে…. 

 

এরকম ছোট খাটো অনেক ঘটনা ঘটে যায়, যেগুলো আমরা লোকেরা খালি চোখে দেখতে পাইনা, আমরা হয়তো রেগে যাই সামান্য ব্যবস্থার ত্রুটি দেখলে…..

 

কিন্তু এই পাগল লোক গুলো জানে যে এই যে expectation এটা কিন্তু এদেরই set করা, তাই এই চাপটা এরা উপভোগ করে, এই চাপ টা এদের একটুও বিরক্ত করতে পারে না, একটুও টলাতে পারে না….

 

তাই এই passionate পাগলামো টা বছর বছর চলুক, আসুক আরো criticism, বাড়ুক আরো expectation,

 

We were there and we will be there time and on… Because… 

CHAMPIONS DON’T HAVE ANY EXPIRY DATE!

 জয় #BINB

© 2023 Bengali in Bangalore

Follow us: