নতুন সূর্য, আরো একটা নতুন ভোর দিয়ে গেল আজ,
আবার আগামী কাল একটা নতুন ভোর দেখবো সকলে ll
যা কিছু নতুন, আমরা বরণ করে নেবো আজ,
পয়লা বৈশাখের এই পুন্য লগ্নে ll
নতুন শস্য, সবুজ শ্যামলিয়াতে ভোরে থাক এই ভুবন,
রঙ্গীন বাগান, আর গলাট ভরা ধানে সোনালী হোক মাটি ll
সুস্থ মন, আর স্বচ্ছ জীবন সেজে উঠুক সুফলা –
ধন ধান্যে পৃথিবী হোক আরো সুজলা ও খাঁটি ll
আজ এই উজ্জ্বল সুপ্রভাতে,
সাত সুরে বৈশাখ তুমি ঘরে এসো –
বরণ করি আমরা ১৪৩০ শাল, যেন
বৎসরের আবর্জনা, দূর হয়ে যাক যাক যাক এসো এসো ll
এসো হে বৈশাখ
By Samrat (Ayan Dasgupta)