আজ আনন্দময়ীর আগমনে মন সাবেকি হয়ে উঠেছে,
শরতের সোনালি রোদে, ঝলমল করছে আকাশ থেকে মাটি,
আর মেঘের ভেলা যেন আঁকছে আল্পনা, গোটা আকাশ জুড়ে,
সবুজ ঘাসের উপর ঝরে পড়ছে শিউলি, আগমনী সুরে ll
কাশের বনে, লেগেছে দোলা, মা আসেছেন বছর পরে,
তোমার, আমার সবার পুজো, দেবী আসছেন গজে চড়ে-
মনের মধ্যে একরাশ আবেগ, কেমন এলোমেলো হয়ে আছে,
বছরের সেরা মুহূর্ত, যা বাঙালির হৃদয়ের সব চেয়ে কাছের ll
কৈলাস ফাঁকা করে, দশ দিনের ছুটি হাতে,
মা আসছেন বাপের বাড়ি l
শরতের শারদীয়ায় বেজে উঠেছে আলোর বেণু,
জমে থাকা দুঃখ গুলোর সাথে, কয়েক দিনের আড়ি ll
আলোক সজ্জায় সজ্জিত, আমাদের চার পাশ,
কেমন আনন্দের ধারায় বয়ে নিয়ে যায়-
খুদে থেকে প্রবীণ সবাই ভেসে যাই সেই স্রোতে,
প্রতিপদ থেকে বিজয়া কেটে যায় সুখের আঙিনাতে ll
বছর ঘুরে, আবার আসে দুর্গা পুজো,
প্রতি বার পার্বতীর আগমনে, মন হয়ে ওঠে সাজো সাজো-
ঢাকের বাদ্দি, ধুনুচি নাচ, ভোগ বিতরণ, প্রতিমা বরণ,
সব দিয়ে সাজানো আমাদের মেয়ের আগমন ll